তাবলীগ দাওয়াতের আরেকটি অংশ

একইভাবে পবিত্র কোরআন দাওয়াতকে লোকদের সম্মুখে ’সাক্ষ্য দান করা’ বলে উল্লেখ করেছে।

তিনি (সুবহানাহু ওয়া তা’আলা) বলেন,

‘এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানবমন্ডলীর জন্যে এবং যাতে রসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য।’’ (সূরা আল বাক্বারা : ১৪৩)

রাসূলুল্লাহ (সা) বলেন,

‘…..বিশ্বাসীরা হল পৃথিবীতে আল্লাহর সাক্ষীদাতা।’ (ইবনে মাজাহ)

তিনি (সা) আরও বলেন,

‘যারা এখানে উপস্থিত আছ (সাক্ষীদাতারূপে), তারা যারা অনুপস্থিত তাদের কাছে পৌছে দাও।’

কুরআন দাওয়াতের কাজকে তাবলীগ (বহন করা) অর্থে উল্লেখ করেছে। তিনি (সুবহানাহু ওয়া তা’আলা) বলেন,

‘হে রসূল, পৌঁছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। আর যদি আপনি এরূপ না করেন, তবে আপনি তাঁর পয়গাম কিছুই পৌছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন।’ (সূরা মায়েদাহ: ৬৭)

তিনি (সা) বলেন,

‘ পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি আয়াতও হয়।’ (বুখারী)

Leave a Reply