প্রশ্ন-উত্তর: বাবার চাচা ও মায়ের মামার সামনে হিজাবের উন্মুক্ততা সংক্রান্ত

নিচের অনুবাদটি সম্মানিত মুজতাহিদ ও মুফাচ্ছির শাইখ আতা ইবন খলীল আবু রাশতা (আল্লাহ তাকে হেফাজত করুন) কর্তৃক দেয়া এক প্রশ্নের জবাব

প্রশ্ন:

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

নারীর জন্য কি এটি জরুরী যে সে তার পিতার চাচা ও মায়ের মামার সামনে হিজাব উন্মুক্ত না করে আসবে? আল্লাহ আপনাকে বরকতময় করুন সম্মানিত ভাই আমার।

উত্তর:

ওয়া আলাইকুম আস-সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

পবিত্র আল্লাহ বলেন: [তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভ্রাতৃকণ্যা; ভগিনীকণ্যা…] সুতরাং তিনি ব্যক্তির ভাইয়ের কন্যাগণকে হারাম করেছেন এবং তার ভাইয়ের পুত্রগণের কন্যাগণকেও হারাম করেছেন এবং এদের বাইরে এই ধারার বাকি সকলকে হারাম করেছেন। অর্থাৎ, তার ভাইয়ের কন্যাগণের কন্যাগণ, ভাইয়ের পুত্রগণের কন্যাগণের কন্যাগণ, ভাইয়ের কন্যাগণের কন্যাগণের কন্যাগণ, ভাইয়ের পুত্রগণের কন্যাগণের কন্যাগণের কন্যাগণ এবং এইভাবে অন্যান্যগণ। সেই একইভাবে, নারীর বাবার চাচা নারীর মাহরামগণের অন্তর্ভুক্ত কারণ সে (নারী) তার (বাবার চাচার) ভাইয়ের পুত্রের কন্যা।

একইভাবে, আল্লাহ ব্যক্তির জন্য তার বোনের কন্যাগণকে হারাম করেছেন, বোনের পুত্রের কন্যাগণকে হারাম করেছেন…এবং এদের বাইরে এই ধারার বাকি সকলকে হারাম করেছেন। অর্থাৎ, ব্যক্তির বোনের কন্যাগণের কন্যাগণ, তার বোনের পুত্রগণের কন্যাগণের কন্যাগণ এবং এইভাবে অন্যান্যগণ। সেই একইভাবে, নারীর মায়ের মামা নারীর মাহরামগণের অন্তর্ভুক্ত কারণ সে (নারী) তার (মায়ের মামার) বোনের কন্যার কন্যা।

আপনাদের ভাই আতা’ ইবনু খলীল আল-রাশতাহ

২৭ শা’বান, ১৪৩৪ হিজরী
৬ জুলাই, ২০১৩ খৃষ্টাব্দ

আরবী অংশ: 

[উৎস: https://www.facebook.com/photo.php?fbid=184619471706138]


السؤال: السلام عليكم ورحمة الله وبركاته
هل يجب على المرأه أن تكشف الحجاب عن عم الأب وعن خال الأم؟
وبارك الله فيك أخي الفاضل
الجواب:

وعليكم السلام ورحمة الله وبركاته

يقول سبحانه (حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ…)، فيحرم على الرجل بنات أخيه، وبنات أبناء أخيه، وجميع السلسلة دون ذلك، أي بنات بنات أخيه، وبنات بنات أبناء أخيه، وبنات بنات بنات أخيه، وبنات بنات بنات أبناء أخيه… وهكذا. ولذلك فإن عم أب المرأة هو من محارم المرأة لأنها بنت ابن أخيه…

وكذلك يحرم على الرجل بنات أخته، وبنات أبناء أخته… وجميع السلسلة دون ذلك، أي بنات بنات أخت الرجل، وبنات بنات أبناء أخته… وهكذا. ولذلك فإن خال أم المرأة هو من محارم المرأة لأنها بنت بنت أخته…

أخوكم عطاء بن خليل أبو الرشتة

27 شعبان 1434هـ

Print Friendly, PDF & Email

Leave a Reply