মুসলিম উম্মাহর ঐক্য

ঐক্যবদ্ধ থাকা মুসলিম উম্মাহ-র জন্য ফরয এবং পরস্পর বিচ্ছিন্ন হওয়া হারাম। আল্লাহ সুবহানাহু তা’য়ালা বলেন,

وَٱعْتَصِمُواْ بِحَبْلِ ٱللَّهِ جَمِيعاً وَلاَ تَفَرَّقُواْ

তোমরা আল্লাহ-র রজ্জু শক্তভাবে আকড়ে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। [সূরা আলে ইমরান ৩:১০২]

আল্লাহ সুবহানাহু তা’য়ালার আয়াত ও রাসূল (সা) এর বহু হাদীস থেকে একথা স্পষ্ট যে, বিশ্বের মুসলিমরা এক উম্মত। ভাষা, বর্ণ, অঞ্চল, জাতিয়তাবাদ ইত্যাদির ভিত্তিতে মুসলিমদের বিভক্ত করা আল্লাহ ও তার রাসূল (সা)-এর আদেশ এর সম্পূর্ণ পরিপন্থি। যেমন আল্লাহ সুবহানাহু তা’য়ালা বলেন,

وَكَذٰلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطاً لِّتَكُونُواْ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِ وَيَكُونَ ٱلرَّسُولُ عَلَيْكُمْ شَهِيداً

“আর এভাবেই আমরা তোমাদেরকে একটি ন্যায়পরায়ণ উম্মত করেছি, যাতে তোমরা মানবজাতির জন্য সাক্ষী হতে পারো এবং রাসূল হবে তোমাদের জন্য সাক্ষী।” [সূরা বাকারাহ ২:১৪৩]

إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ إِخْوَةٌ

“নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই-ভাই…” [সূরা হুজুরাত : ১০]

রাসূল (সা) বলেন,

ألمسلم أخو ألمسلم

মুসলিমরা পরস্পর ভাই-ভাই … [বুখারী]

এছাড়াও আমরা জানি,

ألمسلم أمة واحدة و بلادهم واحدة و حربهم واحدة

“মুসলিমরা একটাই উম্মত, তাদের একটাই দেশ, তাদের একটাই যুদ্ধ …”

* [হাদীসটির উপরোক্ত আরবী text ও বানান-এ ভূল থাকতে পারে, যদিও মর্মগত দিক দিয়ে এ কথার ব্যাপারে কোনো ভূল নেই]

মুসলিম শরীফের হাদীসে রয়েছে,

من اتاكم و أمركم جميع يريد أن يشق عصاكم او يفرق جماعتكم فاقتلوه
“তোমরা ঐক্যবদ্ধ থাকা অবস্থায় কেউ এসে যদি তোমাদের সারিতে ফাটল সৃষ্টি করতে চায় কিংবা তোমাদের দলে বিচ্ছিন্নতা সৃষ্টি করতে চায়, তাকে হত্যা কর।” [মুসলিম]

তিনি আরো বলেছেন,

من خرج من الجماعة فقد خلع ربقة الاسلام من عنقه حتى يراجعه

“যে ব্যাক্তি জাম’য়াত (উম্মাহ) থেকে বিচ্ছিন্ন হয়েছে, সে তার গলদেশ থেকে ইসলামের হার খুলে ফেলেছে, (এ অবস্থা অব্যাহত থাকবে) যতক্ষন না সে ফেরত আসে।”

Leave a Reply